Book Details
কুরআন-হাদীস গিফট বক্স ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। এই জীবনবিধানের মূল ভিত্তি হচ্ছে, মহাগ্রন্থ আল কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিঃসৃত সহীহ হাদীস। বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যেগুলো আঁকড়ে ধরে থাকলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না; আল্লাহর কিতাব (কুরআন) ও আমার সুন্নত (হাদীস)।” সবুজপত্র পাবলিকেশন্স’র অত্র ‘কুরআন-হাদীস গিফ্ট বক্স’-এ রয়েছে, আল-কুরআনুল কারীম ও রিয়াদুস সালেহীনের পৃথক দু’টি অনুবাদ গ্রন্থ। [১] আল-কুরআনুল কারীম : বাংলা অনুবাদ একটি সৃজনশীল ও মৌলিক অনুবাদ। সহজ-সরল-প্রাঞ্জল এবং একই সঙ্গে কুরআনের মর্যাদার সাথে মানানসই ভাষায় অনুবাদটি করা হয়েছে। কুরআনের যেসব শব্দ বা পরিভাষা বাংলাতেও প্রচলিত, অনুবাদের ক্ষেত্রে সেগুলোকে মূল শব্দেই রাখা হয়েছে। অপেক্ষাকৃত কম প্রচলিত শব্দের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে অর্থ লিখে দেয়া হয়েছে। বর্ণনার ধারাবাহিকতা স্পষ্ট করার প্রয়োজনেও অনেক স্থানে ব্র্যাকেটে যোগসূত্র উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে ফুটনোটে টীকার মাধ্যমে অর্থ বা উদ্দেশ্য পরিষ্কার করা হয়েছে। কুরআনুল কারীমের যেসব স্থানে আকীদাসংশ্লিষ্ট বিষয় আলোচিত হয়েছে, অনুবাদের সময় সেখানে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের বিশুদ্ধ আকীদাকে সতর্কভাবে সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য, প্রতিটি সূরার শুরুতে সূরার নামকরণ, নাযিলের সময়কাল ও আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে। [২] রিয়াদুস সালেহীন ইলমে হাদীসের একটি সুবিখ্যাত গ্রন্থ। সিহাহ সিত্তাহ-সহ অপরাপর হাদীস গ্রন্থসমূহ থেকে বিশুদ্ধ হাদীস বাছাই করে ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ গ্রন্থটি সংকলন করেছেন এবং ফিকহী বিন্যাস অনুযায়ী এর পরিচ্ছেদসমূহ সাজিয়েছেন। এতে প্রায় দুই হাজার হাদীস সন্নিবেশিত হয়েছে। প্রতিটি পরিচ্ছেদের শুরুতে তিনি বিষয়বস্তুর সাথে সম্পর্কিত কুরআনের আয়াত উল্লেখ করেছেন। যথাসাধ্য সাবলীল ও সহজবোধ্য ভাষায় অত্র অনুবাদ সম্পন্ন করা হয়েছে। সর্বাবস্থায় হাদীসের মূল ইবারতকে সতর্কতার সাথে অনুসরণ করা হয়েছে। শুদ্ধতার মানদণ্ডে সংকলিত হাদীসসমূহের অবস্থান (তাখরীজ) ফুটনোটে উল্লেখ করা হয়েছে। মুহাদ্দিসীনের তাহক্বীক্বে কোন হাদীস ‘যঈফ’ (দুর্বল) হলে হাদীসের হুকুম উল্লেখের সাথে সাথে এর যঈফ হওয়ার কারণও সংক্ষেপে আলোচনা করা হয়েছে। বিশেষ কোন উপলক্ষ বা যেকোনো সময়ে আপনার নিকটজনকে দেয়া সেরা উপহার হতে পারে আমাদের এই ‌‘কুরআন-হাদীস’ গিফ্ট বক্স।

Product Specification

Title কুরআন-হাদীস গিফট বক্স
ISBN
Edition New Eddition
Number of Pages 1648
Language বাংলা - আরবী
Binding হার্ড কভার
Paper Type কালার অফসেট
Paper Quality 70 GSM
Size L-9.5 × W-7.25 × T-4.5
Weight 2500 গ্রাম।